Friday, November 17, 2017

১টাকা=১০০টাকা, কি ভাবে সম্ভব ? || Savar Cantonment Public School & College || Md Rofikul Islam || Smart Education Life || Emon Ahmed

১টাকা=১০০টাকা, কি ভাবে সম্ভব ?  || Savar Cantonment Public School & College || Md Rofikul Islam || Smart Education Life || Emon Ahmed

প্রমাণ কর যে, ১ টাকা = ১০০ টাকা, কি ভাবে !

প্রমাণ : 









আমরা জানি,
       ২ টাকা = ২ x ১০০ = ২০০ পয়সা........(১)

১/২ টাকা = ৫০ পয়সা........(২)

(১) ও (২) গুণ করে পাই,

২ x ১/২ = ২০০ x ৫০
বা, ১ টাকা = ১০০০০ পয়সা
বা, ১ টাকা = ১০০ টাকা 

সুতরাং  ১ টাকা = ১০০ টাকা

                               ( প্রমাণিত ) 
_________________________________ 
[  যে জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে,

মোঃ রফিকুল ইসলাম
সহকারি শিক্ষক ( গণিত )
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ম্যাগাজিন। ]
_________________________________

[  আমাদের পোষ্টগুলা যদি ভাল লেগে থাকে তাহলে অব্যশই আমাদের পেজে  লাইক এবং শেয়ার  দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং কমেন্ট  করে জানিয়ে দিন এরপর আপনারা কিসের উপর পোষ্ট  পেতে চান। আর আপনাদের কাছে যদি এ রকম মজার মজার বিষয় থেকে থাকে তাহলে অব্যশই আমাদেরকে ইনবক্স করুন এবং ইমেল করতে পারেন  smarteducationlife@gmail.com ]

 [ #smarteducationlife ]

DOWNLOAD PDF


Coming Soon : প্রমাণ কর যে, যাহা বাহান্ন, তাহাই তিপান্ন ( ৫৩=৫২ )।