Friday, March 2, 2018

বাংলাদেশের গ্যাসক্ষেত্র সমূহ || College || General KKnowledge ||Emon Ahmed || Smart Education Life

বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। আবিষ্কারের বছরের ক্রমানুসারে গ্যাসক্ষেত্রগুলো হচ্ছে -
সিলেট গ্যাস ফিল্ড ( ১৯৫৫),
ছতাক (১৯৫৯),
রশিদপুর (১৯৬০),
তিতাস (১৯৬৯),
কৈলাশটিলা (১৯৬২),
হবিগঞ্জ (১৯৬৩),
বাখরাবাদ (১৯৬৯),
সেমুতাং (১৯৬৯),
বেগমগঞ্জ (১৯৭৭),
কুতুবদিয়া (১৯৭৭),
বিয়ানীবাজার (১৯৮১),
ফেনী (১৯৮১),
কামতা (১৯৮১),
ফেঞ্চু্গঞ্জ (১৯৮৮),
জালালাবাদ (১৯৮৯),
নরসিংদী (১৯৯০),
মেঘনা (১৯৯০),
শাহাবাজপুর (১৯৯৫),
সাংগু (১৯৯৬),
সালদা নদী (১৯৯৬),
বিরিয়ানা (১৯৯৮),
মৌলভীবাজার (১৯৯৯),
বাঙ্গুরা (২০০৪),
সুনজালপুর (২০১১),
শ্রীকাইল(২০১২)

_________________________________

[ আমাদের পোষ্টগুলা যদি ভাল লেগে থাকে তাহলে অব্যশই আমাদের পেজে  লাইক এবং শেয়ার  দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং কমেন্ট করে জানিয়ে দিন এরপর আপনারা কিসের উপর পোষ্ট  পেতে চান। আর আপনাদের কাছে যদি এ রকম প্রয়োজনীয় বিষয় থেকে থাকে তাহলে অব্যশই আমাদেরকে ইনবক্স করুন এবং ইমেল করতে পারেন  smarteducationlife@gmail.com  এবং আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে ভুলবেন নাহ....

Our Website: http://smarteducationlife.blogspot.com


DOWNLOAD PDF   ]
_________________________________

0 comments:

Post a Comment